দুঃস্থের পাশে “শীতার্তদের পাশে আমরা” পরিবার

শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ | ২:০৯ অপরাহ্ণ |

দুঃস্থের পাশে “শীতার্তদের পাশে আমরা” পরিবার
দুঃস্থের পাশে "শীতার্তদের পাশে আমরা" পরিবার

ঠাকুরগাঁওয়ের বালিয়াড়াঙ্গী উপজেলা ধনতলা ইউনিয়নের খোচাবাঁড়ী বাজারের চারপাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু মেধাবী ছাত্র মিলে সমাজসেবা মূলক কার্যক্রম সিদ্ধি করার লক্ষ্যে গড়ে তুলেছে “শীতার্তদের পাশে আমরা” নামক একটি ঐক্য ‘পরিবার’। আদতে নামটি শীতার্তদের নিয়ে হলেও তাদের কার্যক্রম শুধুমাত্র শীতার্তদের নিয়েই নয়। জানা যায়, শীতবস্ত্র বিতরণের মাধ্যমে প্রথম কার্যক্রম শুরু করেছিল বলেই নামটা “শীতার্তদের পাশে আমরা”। যাইহোক, তাঁরা ইতিমধ্যে বেশকিছু নজির তৈরি করেছে। তাদের যে লক্ষ্য সেটা পূরণে আসতে আসতে সামনের দিকে ধাবিত হচ্ছে। তাদের প্রত্যয়, প্রথমত এলাকায় কেও যেন বিনা চিকিৎসায় মারা না যায়, এলাকায় যেন কোনো বাল্যবিবাহ না ঘটে, টাকা’র অভাবে যেন কারোর পড়ালেখা বন্ধ না হয়, শীতবস্ত্রের অভাবে কেও যেন মারা না যায়, মাদকাসক্তদের নিয়ে জনসচেতনতা তৈরি ইত্যাদি ইত্যাদি। তারই ধারাবাহিতায় পরিবারটি দৃষ্টান্ত তৈরি করছে। তাদের যে আবেগ, অনুভূতি সেগুলোকে বাস্তবে রূপ দিচ্ছে। তারই এক অনন্য উদাহরণ কালু মিয়া, সে ব্যক্তিটি ভ্যান চালিয়ে যা আয় করতো তাই দিয়ে চলতো পুরো পরিবার। এখন মানুষটা নানান রোগে, নানান সমস্যায় জর্জরিত। তাই রুটিরুজির একমাত্র মাধ্যমটিও বন্ধ হয়ে গেছে! অপারেশন করাতে হবে। এজন্য স্থানীয় বাজারে সাহায্য তোলার দৃশ্য নজরে এলে “শীর্তাতদের পাশে আমরা পরিবার” ছুটে যায় কালু মিয়ার বাড়ীতে এবং চিকিৎসার বাবদ কিছু নগদ অর্থ প্রদান করে। আমাদের প্রতিনিধি শীর্তাতদের পাশে আমরা পরিবারকে এমন সেবা মুলক কাজ গুলোর বিষয়ে প্রশ্ন করলে উক্ত পরিবারের একজন সক্রিয় সদস্য প্রশ্নের জবাবে নিচের কথা গুলি বলে, “আমরা ছোট্ট পরিবার। আমাদের পরিবারটার পরিসরও তেমন বড় নয়। এই ছোট পরিসরের ছোট্ট পরিবারের আমরা আপাতত চেষ্টা করছি অত্র এলাকায় কারোর কোনো সমস্যা হলে ঝাঁপিয়ে পড়ার। আর্থিকভাবে তেমন সাহায্য করতে না পারলেও আমরা প্রবলভাবে চেষ্টা করি মানসিকভাবে সহযোগীতা করার। শুনেছি কোনো রোগী যখন শারীরিকভাবে অসুস্থ হোন তখন তাকে যদি মানসিক শক্তি বা বল দিয়ে চাঙ্গা রাখা যায় তাইলে রোগীর অসুস্থতা নাকি এমনিতেই অর্ধেক সেরে যায়! আমরা সে চেষ্টাই করছি। বিপদেআপদে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে, মানসিক সাহস, প্রেরণা যুগিয়ে রোগীর অর্ধেক রোগ সাড়ানোর প্রয়াস চালাচ্ছি।

 


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com