দুই বাংলার জনপ্রিয় কবি মুন্সি দরুদ মহম্মদ ওয়েছ-কে নিয়ে লেখা কবিতা গুচ্ছ

শনিবার, ২০ জানুয়ারি ২০১৮ | ৯:০৫ অপরাহ্ণ |

দুই বাংলার জনপ্রিয় কবি মুন্সি দরুদ মহম্মদ ওয়েছ-কে নিয়ে লেখা কবিতা গুচ্ছ


বিপ্লবী দরুদ

আফীফা মেহতাব আঁখি
মুন্সি দরুদ মহম্মদ ওয়েছ


এক বিপ্লব, এক চেতনা,

এক সংগ্রাম !


দেহ ও বর্ণে তাকে বুঝায় অসম্ভব

যে করতে পারে মানুষে কত সম্মান ।

উপমাহীন তার বিশাল হৃদয়

তবে গাম্ভীর্য কম নয় তার,

মায়া মায়া তার চোখ দুটি দেখে

হিংসার অনলে নিন্দুক পুড়ে একাকার ।
২৭/০৩/১৭

ঢাকা, বাংলাদেশ।

রাগ-কুমার

সামিয়া তমা
রাগ রাজ্যের রাজকুমার

রাগের রাজ্য আছে যে তার । 

হঠাৎ যে ওঠে রেগে

কিন্তু আবার রাগ-কুমারের

মনটা বেজায় ভালো ।
আছে এমন রাগ-কুমার 

নামটি যে তার মুন্সি দরুদ ।

মনেতে আছে যার দরদ, ভালবাসা

আর আছে হাজার রাগ-প্রজা ।

রাগ রাজ্যের রাজ-কুমার ,

ওপার বাংলায় এক রাজ্য আছে তার ।

হেসে-রেগে যায় যে জীবন এখন

তার কবিতারি ছলে ।

ঢাকা, বাংলাদেশ

২৬/০৩/২০১৭। 

কবি

খন্দকার আরাফাত আলী
মুন্সি দরুদ নামটি তাহার

নেইতো কোন জুড়ি

দিবানিশী কবিতার খাতায়

লেখে ভুরি ভুরি ।
কবিতা তাহার ধ্যান, জ্ঞান

ভাবনা তাহারি তরে

ভালবেসে লিখে যায় সে

আপনার অগচরে ।
কবিতায় আছে প্রেম

আছে দুঃখ বিরহ

সমাজের সব অনিয়ম

তুলে আনে অহরহ ।
ধন্য বাংলাদেশ, ধন্য জননী

পেয়ে এমন কবি

মুন্সি দরুদ সারাক্ষণ যেন

আঁকে সাহিত্যের ছবি ।
27/03/2017

ঢাকা;   বাংলাদেশ

আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com