রাজশাহী প্রতিনিধি: টানা তৃতীয় বারের মত জাতীয় পর্যায়ে ও সকল সরকারি কলেজ সমূহের মধ্যে রাজশাহী কলেজ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জনের সনদ ও পুরস্কার গ্রহণ করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও সনদ তুলে দেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
গত সোমবার বিকেলে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার ও সনদ প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন।
অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ তে শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার গ্রহন করে একাদশ শ্রেণির আফরা আনজুম প্রীতি (বিজ্ঞান শাখা) ও শ্রেষ্ঠ রেঞ্জারের পুরস্কার গ্রহন করে দর্শন বিভাগের শারমিন আরা আবেদীন (অনার্স ৩য় বর্ষ)।
এছাড়াও একই অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ তে শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার গ্রহণ করে দ্বাদশ শ্রেণির মুসাররত মেহজাবিন মীম (বিজ্ঞান শাখা) এবং সেরা অভিনয়ে হিসাববিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আমাতুল্লাহ।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com