ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তের ওপারের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা গত বুধবার ভোর রাতে বাংলাদেশী গরু ব্যবসায়ী আশরাফুল ইসলাম (৩২) ধরে নিয়ে গেছে। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে পত্র প্রদানের মাধ্যমে র্তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দিয়েছে।
বিজিবি ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রানীশংকৈল উপজেলার ধর্মগড় চিকনী গ্রামের চান মোহাম্মদের ছেলে আশরাফুল ইসলামসহ কয়েকজন ব্যবসায়ী মিলে গত বুধবার ভোর ৪ টায় ধর্মগড় সীমান্তর ৩৭৩/৫-এস পিলারের নিকট গরু কিনতে গেলে ওই সময় ভারতীয় উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার কুকড়াদহ ক্যাম্পের বিএসএফ সদস্যদের নজরে পড়লে এসময় তাকে ধাওয়া করে আটকের পর শারীরিক নির্যাতন চালিয়ে তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরদিন সকালে তাকে ইসলামপুর থানা পুলিমের নিকট হস্তান্তর করে। আশরাফুলকে আটক করলে বাকিরা পালিয়ে আসে।
এ ব্যাপারে ৫০ বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক মো: জাহাঙ্গীর আলম জানান, আশরাফুল ইসলাম ভারত অভ্যন্তরে বিএসএফ হাতে ধরা পড়েছে এ সংবাদ পেয়ে তার পরিবারে যোগাযোগ করা হলে কেউ সত্যতা স্বীকার করেনি। অপরদিকে বিএসএফ আটকের কথা অস্বীকার করেছে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com