ধানের চারা রোপণ করবে রাইস ট্রান্সপ্লান্টার

বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০১৮ | ৯:২৫ পূর্বাহ্ণ |

ধানের চারা রোপণ করবে রাইস ট্রান্সপ্লান্টার
যন্ত্র দিয়েই ধানের চারা রোপণ করবে কৃষকরা।

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খাত। আর এই কৃষিকে এগিয়ে নিতে যারা সবচেয়ে বেশি অবদান রাখছেন সেই কৃষকের হাতে তুলে দেওয়া হচ্ছে নিত্যনতুন আধুনিক যন্ত্রপাতি। এ রকমই একটি যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টার। আর এ যন্ত্র দিয়েই ধানের চারা রোপণ করবে কৃষকরা। এতে করে  কৃষকের বীজ, শ্রম ও সময়ের সঙ্গে সঙ্গে উত্পাদন খরচও অনেকটা কমে আসবে। বৃদ্ধি পাবে ফলন। কৃষি প্রধান বাংলাদেশে দিনে দিনে শ্রমজীবী মানুষের সংখ্যা কমে যাচ্ছে। ভিন্ন পেশায় ঝুঁকে পড়ছে মানুষ। তাই ভরা মৌসুমে বেশি টাকা দিয়েও কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না। যে কারণে শস্য রোপণ ও কর্তনের সময় বিপাকে পড়তে হয় ফসলি জমির মালিকদের। তবে আধুনিক এই চারা রোপণ যন্ত্রটি কৃষকদের দুর্ভোগ লাঘব হবে বলে জানান সংশ্লিষ্টরা। মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে গত বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নে উত্তর ভাড়াউড়া গ্রামে ফসলের মাঠে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দিয়ে ধানের চারা রোপণ করে কৃষকদের এ যন্ত্রে ব্যবহার শিখিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন এমপি, ওই কমিটির সদস্য মো. মোসলেম উদ্দীন এমপি, আবদুল মান্নান এমপি, মো. নজরুল ইসলাম বাবু এমপি, মো. মামুনুর রশিদ কিরণ এমপি, একেএম রেজাউল করিম তানসেন এমপি, মো. নুরুল ইসলাম ওমর এমপি, অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি। এ সময় তারা এ অঞ্চলের কৃষির সমস্যা নিয়ে কৃষকদের সঙ্গে খোলামেলা কথা বলেন। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে এক দিনে প্রায় ৮ বিঘা জমি রোপণ করা যায়, যা প্রচলিত পদ্ধতির তুলনায় ৮ গুণ বেশি। আর প্রতি বিঘা জমি রোপণ করতে প্রচলিত পদ্ধতির তুলনায় ৫ গুণ খরচ কম লাগবে। ঘণ্টায় জ্বালানি (অকটেন) খরচ হবে মাত্র ০.৫-০.৬ লিটার। যন্ত্রটি এক সঙ্গে চার সারিতে চারা লাগিয়ে যাবে। যন্ত্রে মার্কিং সিস্টেম থাকায় চারাগুলো হবে সোজা ও সারিবদ্ধ। তবে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দিয়ে চারা রোপণ করতে হলে ট্রে-পদ্ধতি বা পলিথিন শিটে চারা তৈরি  করতে হবে। বীজতলা তৈরির জন্য আলাদা জমির প্রয়োজন পড়ে না। কৃষক আছাদ মিয়া বলেন, তিনি তিন বছর ধরে এ যন্ত্র ব্যবহার করছেন। এটি ব্যবহার করে কৃষকরা লাভবান হবে। সময় ও শ্রম কম লাগবে। উত্পাদন খরচও কম লাগবে। উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি বলেন, আধুনিত এ রোপণ যন্ত্র দিয়ে হাতের সাহায্যে ছাড়া খুব সহজেই অত্যন্ত কম খরচে কম শ্রম ও সময়ে অধিক পরিমাণ জমিতে ধানের চারা সারিবদ্ধভাবে রোপণ করতে পারবে কৃষকরা। এ যন্ত্র দিয়ে লাগানো চারা নষ্ট হয় না। বৃষ্টির মধ্যেও খুব সহজে চারা রোপণ করা যায়।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com