ধামরাই উপজেলায় চৌরাস্তা এলাকায় একটি ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মৌসুমী আক্তার (২৮)। এ ঘটনায় নিহতের স্বামী মোটরসাইকেল চালক মোবারক হোসেন গুরুত্বর আহত হয়েছেন।
একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে কালামপুর বালিয়া আঞ্চলিক সড়কে চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মৌসুমী টাংঙ্গাইল জেলার নাগরপুর থানার মির্জাপুর গ্রামের বাসিন্দা। কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাসেল মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মির্জাপুর থেকে মোটরসাইকেলে করে স্বামী-স্ত্রী দুই জনে ধামরাই দিকে আসছিলো। এসময় চৌরাস্তা এলাকায় ইটভাটার একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মৌসুমী।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com