নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা গণমাধ্যমের অশনিসংকেত: বিএমএসএফ

বুধবার, ১০ জানুয়ারি ২০১৮ | ৯:৫৭ অপরাহ্ণ |

নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা  গণমাধ্যমের অশনিসংকেত: বিএমএসএফ
দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র সম্পাদক নঈম নিজাম

ঢাকা ১০ জানুয়ারি ২০১৮: দুই দিনের মাথায় দেশের শীর্ষ স্থানীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে লালমনিরহাটের একটি আদালতে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে। এর আগে গত পরশু দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্তের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়। যা দেশের গণমাধ্যমের জন্য অশনিসংকেত। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গ্রেফতারী পরোয়ানা জারীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বুধবার এক বিবৃতিতে লালমনিরহাটে এমপির ঘনিষ্টজন কর্তৃক দায়েরকৃত মামলাটি প্রত্যাহারের দাবী জানায়। নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ৪৭ বছরেও বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনটি অরক্ষিত। সাংবাদিক পেশাটিকে সমুন্নত রাখতে অবিলম্বে দেশের পেশাদার সাংবাদিকদের একটি জাতীয় তালিকা প্রণয়ন সেই সাথে সাংবাদিক নিয়োগ নীতিমালা ও সাংবাদিক নির্যাতন ও হয়রাণী বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নসহ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবীর বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবী করা হয়।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com