নাইজেরিয়ায় কৃষক ও পশুপালকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৮৬ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির প্লেটো রাজ্যে এ ঘটনা ঘটেছে। নাইজেরিয়ার পুলিশ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
কয়েকটি প্রতিবেদন থেকে জানা গেছে, নাইজেরিয়ার প্লেটো রাজ্যে গত বৃহস্পতিবার থেকে ওই সংঘর্ষ শুরু হয়। সেদিন স্থানীয় বেরোম গোষ্ঠীর কৃষকরা ফুলানি গোষ্ঠীর পশুপালকদের ওপর হামলায় চালালে পাঁচজন নিহত হয়। পরে শনিবার পাল্টা হামলার ঘটনায় আরো হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ কমিশনার উনডি আদি জানান, সংর্ঘষে ৮৬ জন নিহত এবং আরো ছয়জন আহত হয়েছে। রাজ্যে বিভিন্ন গ্রামে তল্লাশি চালানো হচ্ছে।
তিনি বলেন, এই সংর্ঘষে ৫০টি বাড়ি, ১৫টি মোটরবাইক ও দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, নাইজেরিয়ার মধ্যাঞ্চল সহিংস-প্রবণ এলাকা। এই এলাকার কৃষক সম্প্রদায় ও যাযাবর পশুপালকের দল প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পশুদের ঘাস খাওয়ানো ও জমি নিয়েই মূলত এ সংঘর্ষ বাধে। গত বছর এখানে সংঘর্ষে প্রায় ১ হাজার মানুষ নিহত হয়।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com