নিউগিনিতে ভূমিকম্প: প্রাণহানি ৬৭

মঙ্গলবার, ০৬ মার্চ ২০১৮ | ১০:৫৯ পূর্বাহ্ণ |

নিউগিনিতে ভূমিকম্প: প্রাণহানি ৬৭
নিউগিনিতে ভূমিকম্প: প্রাণহানি ৬৭

পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত ৬৭ জনের প্রাণহানি ঘটেছে। হারিয়েছে। দেশটির প্রত্যন্ত একটি দ্বীপে গত সপ্তাহে এ ভুমিকম্প সংঘটিত হয়। সোমবার রেডক্রস একথা জানিয়েছে।

গত সপ্তাহের ওই ভুমিকম্পের মাত্রা ছিল ৭.৫। সেখানে হাজারো লোক গৃহহীন হয়ে পড়েছে। এছাড়া দ্বীপটিতে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।


গত সপ্তাহের ভূমিকম্পের পর সোমবার ভোরে ৬ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প সংঘটিত হয়। এতে দক্ষিণ হাইল্যাণ্ডস, ওয়েস্টার্ন, এনগা ও হেলার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে।

পাপুয়া নিউগিনির রেডক্রসের কান্ট্রি হেড উদয় রেগমী বলেন, ‘গত সপ্তাহের ভূমিকম্পে ৬৭ জন প্রাণ হারিয়েছেন। পাপুয়া নিউগিনির ‘ন্যাশনাল ডিজাস্টার সেন্টার ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম’ আমাদের একথা জানিয়েছে।’


তিনি  বলেন, ‘ওই ভুমিকম্পে প্রায় ১ লাখ ৪৩ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে ১৭ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছেন।’

 


সূত্র: সিএনএন

আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com