“নিউজ করার ক্ষমতা কই পাইছস কত বড় সাংবাদিক তুই দেখি” একথা বলেই ভরা বাজারে শতশত লোকের সামনে সাংবাদিকের উপর হামলা চালায় কুমিল্লার বুড়িচং কোতোয়ালি সহ বিভিন্ন থানায় গাড়ী ডাকাতি হত্যা মামলায় ৩২ বছরের সাজাপ্রাপ্ত আসামী , ডাকাতি, চুরি, ছিনতাই, মারামারি, জুয়ারী, কুখ্যাত সন্ত্রাসী গোলাম আব্বাস (গনি) বিহারীর সন্তান পিতার নাম মৃত: হোসেন হুররা। স্থায়ী ঠিকানা বুড়িচংয়ের ঘোষনগর নাজিরা বাজার হলেও জুয়ায় বাড়িঘর ভিটেমাটি সব বিক্রি করে চান্দিনায় মেয়ের বয়সী ২য় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকেন। বর্তমানে কাজ হিসেবে আকাবপুরে ইয়াবা সম্রাট মামুনের মাদক ব্যবসা পরিচালনা এবং ভাড়াটিয়া সন সর্বশান্ত নিজের ছেলের বান্ধবীকে বিয়ে করে বর্তমানে চান্দিনা বাগুর এলাকার ভাড়াটিয়া। পেশা বলতে পরিচয় দেয়ার মত কোন সাইনবোর্ড নেই। ব্যবসা বলতে নিমসার বাজারে কাচাবাজার পরিচালনার অন্তরালে মামুনের ইয়াবার চালান আদান প্রদান। আর মহাসড়কে চাঁদাবাজি সহ ঝামেলাপূর্ণ জমী জবর দখল, চাঁদাবাজি, জুয়া সহ কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার আশেপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রাখা এই গনির খুটির জোর কোথায়…? মহাসড়কে চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন এবং ২কোটি টাকার নিমসার বাজার সারে ৫ কোটি টাকায় ইজারা নেয়া ইয়াবা সম্রাট মামুন এর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে। আজ সকাল সারে ৯টায় নাজিরা বাজার বাজারে আলম মেডিকেল হলের সামনে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্য হামলা চালায় গনি তার ছেলে ইকবাল সহ আরো তিন চার জন। এসময় আঘাতপ্রাপ্ত হয়ে দৌড়ে রাস্তার অপর প্রান্তে পুলিশ ফাড়িতে আশ্রয় নিয়ে কোন মতে রক্ষা পায় সাংবাদিক মাহফুজ বাবু। নজিরা বাজার ফাঁড়ী পুলিশের সহায়তায় উদ্ধার হয়ে বর্তমানে কুমিল্লা সদর হাসপাতালের ১৩নং বেডে ভর্তী আছি। তবে আতংকে আছে তার পরিবার । বাড়িঘর জ্বালিয়ে দেবে বলে হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। যে কোন মুহুর্তে গুম বা খুন ও করবে বলে রাস্তায় দাড়িয়ে শতশত মানুষের সামনে চিৎকার করে বলেছে সন্ত্রাসী গনি মিয়া । সাংবাদিক মাহফুজ বাবু কুমিল্লা কে হত্যার চেষ্টাকারী, কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট গনীসহ তার দলীয় ৮/১০ জন সন্ত্রাসীকে গ্রেফতারের দাবীতে কুমিল্লায় কর্মরত সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো: শাহ আবিদ হোসেনের সহযোগীতা চাইলে। এসপি সকল কথা জানার পর দ্রুত সকল অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন সংশ্লিষ্ট আইনশৃংখলা বাহিনীর সদস্যদের। কুমিল্লা জেলার সকল সাংবাদিকগন এই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com