পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কামরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (২৫শে জানুয়ারী) বিকালে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ঝালিঙ্গিগজ এলাকায় চা-বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কামরুল ইসলাম একই উপজেলার শালবাহান ইউনিয়নের জুগিগছ গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
দেবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলেমান আলী স্থানীয়দের বরাত দিয়ে জানান, বুধবার বিকালে চা-বাগানে তিনজন মহিলা কাঠখড়ি আনতে গেলে, তারা বাগানের ঝোপে লাশ দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে স্থানীয়রা গ্রাম পুলিশসহ লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়।
জানা যায়, গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন কামরুল ইসলাম। মঙ্গলবার খোঁজাখুঁজির এক পর্যায়ে না পেয়ে, বুধবার দুপুরে তেঁতুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবার। বিকালে ভজনপুর এলাকায় লাশ উদ্ধারের খবর পেয়ে, তিরনই হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসাইন সনাক্ত করেন লাশটি কামরুলের।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন, মৃতদেহের গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com