নিজামুল হক ভুঁইয়া ঢাবি শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত…

শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ | ২:২১ অপরাহ্ণ |

নিজামুল হক ভুঁইয়া ঢাবি শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত…
প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেক্স রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির ২০২৩ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে ১৫টি পদের ১৪টিতেই জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল। শুধুমাত্র একটি পদে (সহ-সভাপতি) জয়ী হয়েছেন বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোঃ লুৎফর রহমান।

বৃহস্পতিবার (২৯শে ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে নির্বাচন কমিশনার অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার এই ফল ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে সকাল দশটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নীল দল থেকে মনোনীত পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নোয়াখালীর কৃতি সন্তান নিজামুল হক ভূঁইয়া। তিনি পেয়েছেন ৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ৩৮৪ ভোট পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক. ম জামাল উদ্দিন পেয়েছেন ১৩২ ভোট।

সহ-সভাপতি পদে সাদা দল থেকে মনোনীত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুৎফর রহমান ৬৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল দলের শামসুর নাহার হল প্রাধ্যক্ষ অধ্যাপক লাফিফা জামাল পেয়েছেন ৬৩২ ভোট।


সাধারণ সম্পাদক পদে নীল দলের প্রার্থী রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদা ৭১২ ভোটে বিজয়ী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান পেয়েছেন ৫৮১ ভোট।

কোষাধ্যক্ষ পদে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান ৮২৮ ভোটে বিজয়ী এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী স্যার পিজে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ ড. মো. মহিউদ্দিন ৪৬১ ভোট পেয়েছেন।


যুগ্ম সাধারণ সম্পাদক পদে নীল দলের প্রার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবু খালেদ মো. খাদেমুল হক ৮৪৫ পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ পাল পেয়েছেন ৩৬৬ ভোট।

দশটি সদস্যপদে নীল দলের শিক্ষক অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়াউর রহমান সর্বোচ্চ ৮৮২ ভোট পেয়েছেন। সদস্য পদে বাকিরা হলেন- টেলিভিশন ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. আবু জাফর মো. শফিউল আলম ভূঁইয়া, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. আমজাদ আলী, গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শারমিন মূসা, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামরুল হাসান, জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান, স্যার এ এফ রহমান হল প্রাধ্যক্ষ ড. কে এম সাইফুল ইসলাম খান, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান ও ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী আক্কাছ নির্বাচিত হয়েছেন।

আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com