নিরাপদ সড়ক, ঘাতক বাস চালকদের বিচার, নৌমন্ত্রীর পদত্যাগের দাবিসহ আন্দোলনরত স্কুল-কলেজ শিক্ষার্থীদের ৯ দফা দাবির সাথে একাত্মতা জানিয়ে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ গ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ধারণ করেন।
মানববন্ধনে শিক্ষার্থীদের সাথে ভূগোল বিভাগের অধ্যাপক হাসান মাহমুদ, প্রভাষক আলমগীর হোসেন ভূঁইয়া, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুমনা গুপ্তা অংশগ্রহণ করেন। মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখা সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, সড়কে যে মৃত্যুর মিছিল চলছে আমরা চাই না আর কারো সন্তান, কারো ভাই, কারো বোন সে মিছিলে যুক্ত হোক। রাষ্ট্র আজ এমন এক স্বৈরাচারী অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে যে, রাস্তায় শ্রমিকরা দাঁড়ালে তাদের পিটাচ্ছে, শিক্ষার্থীরা দাঁড়ালে তাদের পিটাচ্ছে, শিক্ষকদের পিটাচ্ছে।
এমনকি আজ স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীরা যখন যৌক্তিক দাবিতে পথে নেমে এসেছে তখন রাষ্ট্র নির্লজ্জভাবে তাদের উপরও চড়াও হয়েছে, পিটিয়ে রক্তাক্ত করেছে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত স্কুল-কলেজ শিক্ষার্থীদের ৯ দফা দাবির সাথে আমরা সম্পূর্ণভাবে একাত্মতা পোষণ করছি।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com