মনে পড়ে গেল জন মার্কলের একটি উক্তি- “যারা শুধু অসম্ভব অসম্ভব করে, দুঃখ তাদের দুয়ারেই বেশি হানা দেয়।”
কিশোরগঞ্জের কাটিয়াদি উপজেলার দিয়াকুল গ্রামে ১৯৭৯ সালে জন্মগ্রহণ করেন আক্তার উননেছা (শিউলি)। বাবা ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের একজন কর্মচারী। চার বোনের মধ্যে শিউলি ২য়।
অভাব অনটনের সংসার। তাই ১৯৯৪ সালে এসএসসি পাস করার পরপরই তাকে বিয়ের পিড়িতে বসতে হয়। এবার যেন লেখাপড়ায় প্রবল আগ্রহী এই শিউলির লেখাপড়ার গতি থমকে দাঁড়ানোর মতো। শশুরবাড়ির লোকজন তো লেখাপড়া করতে দিতেই নারাজ। এতে তাকে সহ্য করতে হয়েছে মানসিক নির্যাতন।
পরে মা ও বড় বোনের সাহায্য ও উৎসাহ নিয়ে এইচএসসি পাস করলেন। এ সময় তিনি এক কন্যা সন্তানের জননী হন। তবুও তিনি শশুড়বাড়ির লোকজনের সকল বাঁধা উপেক্ষা করে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন।
এরপর ২৪তম ও ২৫তম বিসিএসের প্রিলি, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভাইভা বোর্ডে গিয়ে আটকে যান। পরবর্তীতে শিউলি ২৭তম বিসিএসে সফল হন। এখন তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার একজন নির্বাহী অফিসার।”
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com