নীলফামারীতে আদালতের নির্দেশে ৬ মাস ১৫ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

সোমবার, ১৬ এপ্রিল ২০১৮ | ১০:৩০ পূর্বাহ্ণ |

নীলফামারীতে আদালতের নির্দেশে ৬ মাস ১৫ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে আদালতের নির্দেশে ছয় মাস ১৫ দিন পর কবর থেকে আবু তালেব (৩৫) নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে জেলা সদরের চওড়াবড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া গ্রাম থেকে ওই লাশ উত্তোলন করা হয়। আবু তালেব ওই গ্রামের মৃত নাসের আলীর ছেলে।

মামলার সূত্র মতে, গত বছরের ৩০ সেপ্টেম্বর রাতে আবু তালেবকে পরিকল্পিতভাবে হত্যার পর তার শোয়ার ঘরে  লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচারণা চালিয়ে তার অন্যান্য ভাইদের অনুপস্থিতিতে লাশ দাফন করা হয়।


এ ঘটনার ১৫ দিন পর আবু তালেবের মেজো ভাই আবু সায়েম আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে সাতজনকে। ওই মামলায় দাবি করা হয় জমিজমা সংক্রান্ত বিবাদে প্রতিবেশী তৈয়ব আলী (৪৮) তার সঙ্গীয় লোকজনসহ আবু তালেবকে হত্যা করেছে।

নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক জহুরুল ইসলাম বলেন, মামলার দীর্ঘ শুনানির পর আদালতের নির্দেশে রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেনের উপস্থিতিতে কবর থেকে ওই লাশ উত্তোলন করা হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com