নীলফামারীতে দুর্নীতি না করার শপথ নিলেন শিক্ষার্থীরা

নীলফামারীতে দুর্নীতি না করার শপথ নিলেন শিক্ষার্থীরা

বুধবার, ২৮ মার্চ ২০১৮ | ৬:০৮ অপরাহ্ণ |

নীলফামারীতে দুর্নীতি না করার শপথ নিলেন শিক্ষার্থীরা
নীলফামারীতে দুর্নীতি না করার শপথ নিলেন শিক্ষার্থীরা

নীলফামারীতে দুর্নীতি না করার শপথ নিয়েছে জেলা শহরের নতুন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৪৫০ জন শিক্ষার্থী। আজ বুধবার বেলা ১১টার দিকে বিদ্যালয় চত্বরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) আয়োজিত এক অনুষ্ঠানে এই শপথ নেয় তারা। অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করায় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাতুন নাঈম।

এর আগে সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আবুল কালাম মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোশাররফ হোসেন, সদস্য আমিনুল হক, সাংবাদিক নুর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন, সচেতন নাগরিক কমিটির সহসভাপতি আকতারুল আলম প্রমুখ।


এ ব্যাপারে দুপ্রক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জানান, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে জেলায় শুরু হয়েছে দুর্নীতিবিরোধী সপ্তাহ উদযাপনের আনুষ্ঠানিকতা। চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত। তারই অংশ হিসেবে ওই বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী শপথ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দুপ্রক সভাপতি আবুল কালাম মোহাম্মদ ফারুক বলেন, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী বোধ তৈরিতে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। শিশু-কিশোর বয়স থেকে দুর্নীতির বিরুদ্ধে ঘৃণা জন্মালে সেটি আজীবন ধারণ করতে পারবে।’


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com