নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলায় আসামি ধরতে গিয়ে বালুবাহী ট্রাকচাপায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসএসআই) সৈয়দ মিরাজ হোসেন ও তার সোর্স মো. রাজু মিয়া নিহত হয়েছেন।
গোয়েন্দা পুলিশের সোর্স রাজু জেলা সদরের লাল চাঁন মিয়ার ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অস্ত্র উদ্ধারের একটি সফল অভিযান শেষে পূর্বধলা থেকে মোটরসাইকেল চড়ে নেত্রকোনা ডিবি কার্যালয়ে ফিরছিলেন মিরাজ ও সোর্স রাজু।
পরে তারা ওই উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়ন এলাকার নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের আরাফাত অটোরাইস মিলের সামনে এলে ময়মনসিংহগামী বালু বোঝাই একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।
এতে মিরাজ ও রাজু মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com