২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের ছাদের পলেস্টারা ভেঙে পড়ে তিন শিশুসহ অন্তত ৮জন আহত হয়েছে।
বুধবার সকালে সাড়ে ৭টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলার শিশু বিভাগের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- কবিরহাট উপজেলার নলুয়া গ্রামের ইব্রাহিম (৫০), সুমাইয়া (১২), ইসমাইল (৫), সদর উপজেলার মনসাদপুর ইমাম উদ্দিন (৫), সোনাপুরের পারুল বেগম (৪৭), সুবর্ণচর উপজেলার রাসেল (১৬), সাদ্দাম (৩৫) ও রাফি (২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ করে হাসপাতালের দ্বিতীয় তলার ৪নং শিশু ওয়ার্ডের ছাদের পলেস্টারা ভেঙে নিছে থাকা শিশু ও রোগিদের গায়ে পড়ে। এতে তিন রোগি শিশু ও তাদের স্বজনসহ ৮জনের শরীরের বিভিন্ন অংশে পেটে গিয়ে জখম হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই ওয়ার্ড থেকে রোগিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com