সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ভাষা সৈনিক সুলতান বইমেলা। পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসন এই বই মেলার আয়োজন করে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বই মেলার উদ্বোধন করেন।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, আব্দুল আলিম খান ওয়ারেশী, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহানুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন, জেলা পরিষদ সদস্য আকতারুন নাহার সাকী, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি সফিউল্লাহ রিপনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মেলায় স্থানীয় ও জাতীয় লেখকদের নতুন ও পুরনো বই নিয়ে ২২ টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন মেলার মঞ্চে থাকবে সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠান। এছাড়াও সপ্তাহব্যাপী বই মেলায় থাকছে মাতৃভাষা ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com