পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার ১

শুক্রবার, ১৮ মে ২০১৮ | ৪:৪৫ পূর্বাহ্ণ |

পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার ১
ফাইল ছবি

নীলফামারীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় জাহাঙ্গীর আলমকে (৩০) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে জেলা সদরের ঢেলাপীড় বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে জেলা সদরের সোনারায় ইউনিয়নের জয়চণ্ডি ঘাটেরপাড় গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ ব্যানার্জী জানান, গত বছরের ১ নভেম্বর বাড়িতে একা পেয়ে প্রতিবেশী পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করে জাহাঙ্গীর।


ঘটনার পর লজ্জায় ও জাহাঙ্গীরের ভয়ভীতির কারণে ওই ছাত্রী ঘটনাটি প্রকাশ করেনি। পরে অন্ত:স্বত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি জানতে পারে পরিবারের সদস্যরা।  এ ঘটনায় জাহাঙ্গীর আলম ও তার ছোট ভাই ইদ্রিস আলী (২৫) এবং মা জাহেলা বেগমকে (৫৫) আসামি করে গত ১২ মে ওই ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেন।

মামলার পর থেকে পলাতক থাকার পর বৃহস্পতিবার সকালে ঢেলাপীর বাজার থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। অপর দুই আসামিকেও গ্রেপ্তারে অভিযান চলছে। ওই ছাত্রীটি এখন সাত মাসের অন্ত:স্বত্ত্বা বলে জানা গেছে।


এলাকাবাসী জানায়, জাহাঙ্গীর বিবাহিত এবং তার তিন বছর বয়সের এক ছেলে সন্তান রয়েছে। এমন কুকর্মের কথা জানার পর তার স্ত্রী স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে যায়।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com