পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কের চরগরবদি খানকা নূরানী মাদ্রাসাসংলগ্ন সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক (২৭) নামের এক ইউপি সদস্য নিহত হয়েছেন।
দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের চালক শুভ (১৬) এবং আরোহী ছানী (১৭) ও সোয়েব (১৭) আহত হয়েছে।
গতকাল রবিবার রাত পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল দুটি জব্দ করেছে।
নিহত এনামুল হক মুরাদিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। অপর আহতের বাড়ি পার্শ্ববর্তী ইউনিয়নের চরবয়েড়া গ্রামে বলে জানা যায়।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাত পৌনে ৯টায় উত্তর মুরাদিয়া গ্রামের বাড়ি থেকে চরগরবদি ফেরীঘাট অভিমুখে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিকের দুইজন আরোহীসহ দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের চালক ও আরোহী ছিটকে রাস্তার ওপর হুমড়ি খেয়ে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক এনামুল হককে মৃত ঘোষণা করেন। অপর আহত তিনজনের অবস্থার অবনতি হলে রাতেই তাদেরকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com