পত্নীতলায় তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা-২০১৮ উপলক্ষে শোভাযাত্রা

বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০১৮ | ৭:৫৪ অপরাহ্ণ |

পত্নীতলায় তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা-২০১৮ উপলক্ষে শোভাযাত্রা

নওগাঁর পত্নীতলায় “উন্নয়নে রোড মডেল-শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে এক আনন্দ বিশাল শোভাযাত্রা ও তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা-২০১৮ উদ্বোধন করা হয়েছে। মেলায় সরকারের উন্নয়নের উপর কাজের প্রদর্শিত তথ্য ভিত্তিক বিভিন্ন দফতরের ৪০টি স্টল স্থান দখল করে।

১১ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় পত্নীতলা উপজেলা পরিষদ আয়োজনে উপজেলা পরিষদ সামনে হতে শোভাযাত্রাটি ইতিহাসের এই প্রথম নবাগত মহিলা উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহ্মুদা পারভীন এর নেতৃতে নজিপুর পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল করিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, থানা ওসি মাজহারুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলাম, থানা ওসি (তদন্ত) জহুরুল ইসলাম উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদ, নওগাঁ-২, পত্নীতলার বিএমডিএ এর সহকারী প্রকৌশলী ইন্তেখাফ আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেড আলী মৃধা, প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক অফিসার আরমান আলী, নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম, মংস্য অফিসার ইমরুল কায়েস, মহিলা অধিদফতরের অফিসার মাহমুদা আক্তার, পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত) মমতাজ উদ্দিন সরদার, উপজেলা আ.লীগের সভাপতি ইসাহাক হোসেন, উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা আ.লীগের সম্পাদক ফাতেমা জিন্নাহ ঝর্ণা, যুবলীগের আহবায়ক আব্দুল মজিদ, নজিপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মিল্টন উদ্দীন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ, সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ, সাংবাদিক সিয়াম সাহারিয়া প্রমুখ। উল্লেখ্য, প্রতিদিন সকাল ১০টা হতে রাত্রি ৮টা পর্যন্ত এ মেলা চলবে। মেলার প্রধান আকর্ষণ দেশাত্ববোধক গান ও বউল সংগীত পরিবেশন।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com