“পথশিশু ও আমরা”

মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০১৮ | ৩:১০ অপরাহ্ণ |

“পথশিশু ও আমরা”
প্রতীক ছবি

“পথশিশু ও আমরা”

লেখক : ইঞ্জিনিয়ার শিমুল বিশ্বাস


আজও চেয়ে দেখি ফুটপাত জুড়ে-
পথ শিশুদের দল।
যারা চৌত্রদুপুরে প্রখর রোদেও-
হয়নিকো বেসামাল।
আমরা যেখানে সামনে এগোতে-
ভেবে ভেবে দিশেহারা।
ওরা তখনি নেয় যে মাদক-
হয় যে আত্বহারা।
পড়ার জন্য আমরা কতই-
করি যে পরিশ্রম।
ওদের তখনি দলবল নিয়ে-
টোকায় তে চায় মন।
মা-বাবার কত স্বপ্ন নিয়ে-
কাটে যে মোদের বেলা।
আ-স্নান্ত দেহে খুধার জন্যে-
ওদের যে বাড়ে জ্বালা।
ভাবি নাতো মোরা দেখি নাতো তাহা-
না দেখার করি ভান।
মরুক না ওরা কি যায় তাতে-
শুধু আমার বাড়ুক সম্মান।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com