দেশের সর্ববৃহৎ প্রকল্প পদ্মা সেতুর ৫৬ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার বেলা ১১টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের ডাঙাঘেঁষা ৪১ ও ৪২ নম্বর খুঁটির (পিয়ার) ওপর পঞ্চম স্প্যান বসানোর কাজ পরিদর্শন করেন সেতুমন্ত্রী। এসময় তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল ১০টার দিকে ঢাকার কেরানীগঞ্জের কলাকান্দি এলাকায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা চারলেন এক্সপ্রেসওয়ের কাজ পরিদর্শন করেন ওবায়দুল কাদের।
এ সময় সেতুমন্ত্রী বলেন, চলতি বছরের অক্টোবরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা চারলেন মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গাজীপুর সিটি নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, উভয় দেশের জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এমন মন্তব্য থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে বিদ্যমান বন্ধুত্বের সম্পর্ক ঠিক থাকবে।
এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রতিদ্বন্দ্বী দলের এক নেতার নেতৃত্বে নির্বাচন বানচালের জন্য যে নাশকতার পরিকল্পনা করা হয়েছিল, সেটা নিয়ে কী কোনো উদ্বেগ নেই।
সেনাবাহিনীর ইএমসি ইঞ্জিনিয়ারিং চিফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com