ঠাকুরগাওঁয়ে বালিয়াডাঙ্গী উপজেলার নাগেশ্বরবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামে গতরাতে সলিন নামক এক স্থায়ী বাসিন্দার বাড়ীতে প্রায় ৭০ হাজার টাকার দুটি গরু চুরি হয়েছে।
তবে এর আগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা ধনতলার ইউনিয়নে মুক্তিযোদ্ধার বাড়ী হতে ৩টি গরু চুরি হয়েছে। এটি ওই ইউনিয়নের এ সপ্তাহে ২য় চুরি। যা নিয়ে এলাকার লোকজনের মাঝে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) রাত দেড়টার সময় উপজেলার ধনতলা ইউনিয়নের চৌটাকী গ্রামের বীর মুক্তিযোদ্ধা বীরশ্বের বর্মনের বাড়ীতে এ ঘটনা ঘটে। ইতিপূর্বে গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) একই ইউনিয়নের ঠুমনিয়া গ্রামে ঠাকুরগাঁও জেলা পরিষদের মহিলা সদস্য সুরাইয়া জেসমিনের বাড়ীতে ২৭ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চুরি হয়।
মুক্তিযোদ্ধার ছেলে সিবেকা নন্দ জানায়, বুধবার রাতে ৯টার সময় পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে গভীর রাত্রে মুক্তিযোদ্ধার ভাতিজা নিমাই চন্দ্র সিংহ গোয়াল ঘরের শব্দ পেলে চিৎকার দিয়ে ঘরে থেকে বাহির হওয়ার চেষ্টা করে। কিন্তু বাহিরে সবগুলো ঘরের দরজা বন্ধ থাকার চোরেরা মুক্তিযোদ্ধার ৩টি গরু যার আনুমানিক মুল্য ১ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়।
গত বৃহস্পতিবার(১৫ ডিসেম্বর) রাত ১১টার সময় ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য সুরাইয়া জেসমিন বিউটি ও তার স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুর রহমান বাদল পার্শ্ববতী গ্রামে ইসলামী ওয়াজ মাহফিলের দাওয়াত পালনে গেলে ওই দিন রাত ১টায় বাড়ীতে ফেরার পর দেখে তাদের অনুপস্থিতির বাড়ীর বাহিরের গ্রীলের তালা ভেঙ্গে ঘরের বিভিন্ন ড্রয়ারের তালা ফাটিয়ে ব্যবসার ২৭ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কে বা কাহার চুরি করে যায়।
তবে দুই চুরির বিষয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ কোন রহস্য উদঘাটন করতে পারেনি। পুলিশের এ ব্যর্থতা নিয়ে নানা ধরণের প্রশ্নও তুলছেন স্থানীয় জনপ্রতিনিধি, ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, গত ১৫ ডিসেম্বর চুরির ঘটনায় মামলা দায়ের করেছে জেলা পরিষদের সদস্য সুরাইয়া জেসমিন বিউটির স্বামী ব্যবসায়ী সিরাজুর রহমান বাদল এবং বুধবার রাতে গরু চুরির বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মুক্তিযোদ্ধার ছেলে সিবেকা নন্দ। দুটো চুরির বিষয়ে পুলিশ তদন্ত করছে। খুব শ্রীঘ্রই রহস্য উদঘাটন করা সম্ভব হবে তিনি আশা ব্যক্ত করেন।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com