পাটগ্রাম সীমান্তে এক বাংলাদেশি রাখাল নিহত

বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭ | ৭:২৪ অপরাহ্ণ |

পাটগ্রাম সীমান্তে এক বাংলাদেশি রাখাল নিহত
এক সময় ভারতীয় ৬১ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে।

জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে রশিদুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি বুধবার ২০ ডিসেম্বর ভোর সাড়ে ৪টার দিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারেরবাড়ী সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

গরু রাখাল মৃত রশিদুল ইসলাম পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর কবরস্থান এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে। জোংড়া ইউনিয়ন পরিষদ সদস্য মানিক হোসেন জানান, রশিদুলসহ কয়েকজন রাখাল ভোরে ওই সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যান। এসময় ভারতীয় ৬১ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে। একপর্যায়ে সঙ্গীরা পালাতে পারলেও রশিদুলকে ধরে বেদম মারধর করে ফেলে রেখে যায় বিএসএফ। পরে সঙ্গীরা এসে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


রশিদুলের পরিবার তার মরদেহ বাড়িতে নিয়ে যায়। পরে খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর-৬১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুনীরুজ্জামান জানান, প্রাথমিক অভিযোগ পেয়ে পতাকা বৈঠকের আহ্বান এবং প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। বিএসএফ’র নির্যাতনে রশিদুল নিহত হয়েছেন কি না, তা বিজিবি খতিয়ে দেখছে।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com