পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের গাজনার বিল এলাকায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে ওই এলাকার একটি পেঁয়াজ ক্ষেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
কৃষকরা হলেন- গাজনার বিল এলাকার মানিকহাট গ্রামের মৃত মোক্তার খাঁ’র ছেলে দুলাল হোসেন (৩০), একই গ্রামের আব্দুল আজিজ মোল্লার ছেলে আল আমিন (৩২) ও মৃত মোতাহার শেখের ছেলে লইমুদ্দিন শেখ (৫০)।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি-সুজানগর সার্কেল) রবিউল ইসলাম গণম্যিমকে বলেন, শনিবার সকালে মাঠে পেঁয়াজ ক্ষেতে কাজ করছিলেন তারা। দুপুরে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com