সংবাদ গ্যালারি ডেস্ক: দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলা খনির ভূগর্ভে পাথর চাপা পড়ে মোস্তফা কামাল (৩৩) নামে এক খনি শ্রমিক নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মোস্তফা কামাল পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পূর্ব রসুলপুর গ্রামের ফজলে রহমানের ছেলে। তিনি ২০১৪ সাল থেকে মধ্যপাড়া খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষণ ঠিকাদার জিটিসি’র অধীনে মেকানিক্যাল হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, মধ্যপাড়া কঠিন শিলা খনির ভূগর্ভে ৯ নং স্টোপে (পাথর উৎপাদন ইউনিট) কাজ করার সময় বিরাট আকারের একটি পাথর খণ্ড ভেঙে মোস্তফা কামালের মাথায় পড়ে এবং তিনি পাথরটির নিচে চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে উপরে নিয়ে আসে এবং তাৎক্ষণিকভাবে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মনোয়ার হোসেন শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com