পীরগঞ্জে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ

বুধবার, ১৪ মার্চ ২০১৮ | ৬:৫৩ অপরাহ্ণ |

পীরগঞ্জে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ
পীরগঞ্জে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ

পীরগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ করেছে উপজেলা কৃষি অধিদপ্তর। কৃষিই সমৃদ্ধ ২০১৮-১৯ অর্থ বছরে খরিপ-১ মৌসমে কৃষি প্রণোদনা ও কৃষি পূর্ণবাসন কার্যক্রমের আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গত বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা হল রুমে উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক অনুষ্ঠিত হয়েছে।

অতি বর্ষনে ক্ষতি গ্রস্থ ইউনিয়ন ও পৌর এলাকার ক্ষুদ্র-প্রান্তিক চাষীদের মাঝে খরিপ-১ প্রণোদনার আওতায় ৮৪০ জন কৃষকের মাঝে উপশী আউশ ও নেরিকা আউশ ৫ কেজি ধানবীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি রাসায়নিক সার ও বীজ বিতরণ করেন।


এছাড়া সেচ সহায়ক বাবদ উপশী ধান লাগানোর জন্য প্রতি কৃষককে ৫ শত টাকা ও নেরিকা জাতের ধান লাগানোর জন্য প্রতি কৃষককে সেচ ও নিরানীর জন্য দু’ভাগে ১ হাজার টাকা সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও-৩ অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক জাতীয় সংসদ সদস্য ইমদাদুল হক, গেষ্ট অব অনার সংরক্ষিত ৩০১ সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, বিশেষ অতিথি বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্, উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের কর্মকর্তা, কৃষক, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মী।

কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা এ প্রতিনিধিকে জানায় প্রকৃত কৃষকদের মাঝে প্রণোদনা ও পুর্ণবাসনের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম ২০১৮-১৯ অর্থ বছরে তালিকা প্রণয়নের মাধ্যমে ৯ দফায় সম্পন্ন করা হয়। তাছাড়া বর্তমান সরকারের কৃষিবান্ধব ও কৃষকদের স্বাবলম্বি ও খাদ্য উন্নয়নের জন্য কৃষি অধিদপ্তরের মাধ্যমে জেলার পীরগঞ্জ উপজেলায় কৃষকদের সার্বিক সহযোগীতার কাজ করছে।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com