১৪ জুন বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে পীরগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম তরুণ সংঘ “এভরি ব্লাড ডোনার ইজ এ রিয়েল হিরো” এই শ্লোগানকে সামনে রেখে ফ্রি ব্লাড গ্রুপ নির্নয় ক্যাম্পেইনের আয়োজন করে। এসময় ফ্রি ব্লাড গ্রুপ সম্পর্কে জানতে পেরে ক্যাম্পেইনে অংশ নেওয়া অনেকেই বলেন, বিভিন্ন কারণে নিজের ব্লাড গ্রুপ কি তা জানা ছিলনা কিন্তু আজ পীরগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম তরুণ সংঘ’র এ আয়োজনের ফলে আমরা তা জানতে পেরে উপকৃত হলাম।
এছাড়া সংগঠনটি রক্তের জন্য ছুটে চলা মানুষগুলোকে বাঁচাতে নিয়মিত রক্তের ব্যবস্থা করে দিচ্ছে। যখন যার যে রক্তের প্রয়োজন সংগঠনটি ঐ রক্তের জন্য উপযুক্ত রক্তদাতার কাছ থেকে ফ্রি রক্তের ব্যবস্থা করে দেন।
তাদের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়ে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইনে অংশ নেওয়া অতিথিরা বলেন স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম তরুণ সংঘ হচ্ছে একটি মানবতা ও কল্যাণ মূলক সামাজিক সংগঠন। এসময় উপস্থিত ছিলেন, ওয়ালটন প্লাজার ম্যানেজার মোহাম্মদ নাসির উদ্দিন, আল-হাসানাহ স্কুলের পরিচালক মোঃ ইত্তাশাম উল হক (মিম), ফ্রেন্ডস ব্লাড ব্যাংক এর নির্বাহী পরিচালক মোঃ রিপন, কোয়ান্টাম ফাউন্ডেশনের আর্ডেন্টিয়ার প্রভাষক আসাদুজ্জামান চৌধুরী (মানু), প্রজন্ম তরুণ সংঘের সভাপতি মহিদুর খাঁন, সাংবাদিক ফাইদুল ইসলাম, ভলেন্টিয়াদের মধ্যে বদরুদ্দোজা বিদ্যুৎ, প্রসনজিৎ রায়, ইতি, আরাফাত হোসেন, শাঈদ ফয়জুল্লাহ, তানভীর তমাল সহ প্যাথলজি টেকনিশিয়ান মোস্তাফিজুল, সাইদুল ইসলাম, শ্রী রিপন চন্দ্র প্রমুখ।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com