ঐক্য শিক্ষা শান্তি প্রগতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর মূলনীতি। প্রশ্নপত্র ফাসঁ করে জাতিকে মেধা শূন্য করার চক্রান্ত রুখে দাড়াঁও ছাত্রসমাজ উক্ত বাণীকে ধারণ করে ২৪ শে মার্চ রোজ শনিবার পীরগঞ্জ পাবলিক ক্লাব এ কিছু দাবী নিয়ে ২৫ তম উপজেলা সম্মেলন করল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখা।
উক্ত সম্মেলনটির প্রধান উদ্বোধক ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, পীরগঞ্জ উপজেলা কমিটি’র সভাপতি কমরেড মনসুরুল আলম। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি তুহিন কান্তি দাস রংপুর জেলা সংসদ এর সভাপতি প্রদীপ বম্মন দাদা ও ঠাকুরগাঁও জেলা সংসদ এর সভাপতি আবু বক্কর সিদ্দিক তারা বক্তেব্য তুলে ধরেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রাচীন একটা সংগঠন ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয় এর জন্ম। এখনকার নতুন প্রজন্মকে ছাত্র ইউনিয়ন এর জন্মকথা শুনতে হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতা রক্ষা হচ্ছে না।
আজ বাংলাদেশে বিভিন্ন ছাত্র রাজনীতি সংগঠন আছে যার মধ্যে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রসমাজ, ছাত্রমেত্রী যারা রাজনীতি আর হুড়াহুড়ি নিয়ে ব্যস্ত। তিনি প্রধানমন্ত্রীকে উল্লেখ করে তুলে ধরেছেন যে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে ও রামপাল চুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অতিথি হিসেবে ছিলেন প্রভাত সমীর শাহজাতান আলম, মতুর্জা আলম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ এর সাবেক সভাপতি অ্যাড: আবু সায়েম। উক্ত অনুষ্ঠানটি সভাপত্বিত করেন আবু সালেহ মো: সিহাব।
উক্ত সম্মেলনে সভাপতি নির্বাচিত হন শামীম আহম্মেদ সহ-সভাপতি শুভ শর্মা সাধারণ সম্পাদক তাবিবুর রহমান দিপু সহ ১৯ সদস্য জন সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com