ইইবনে তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: বিভিন্ন অনিয়ম-দ্যুনীতির প্রতিবাদ করায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩ ইউপি সদস্যের হাতে বকুল চন্দ্র নামে এক সমাজকর্মী মারপিটের শিকার হয়েছেন। এ ঘটনায় ঐ ৩ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা হলেও থেমে নেই তাদের দৌরাত্ব। আদালত থেকে জামিন নিয়ে এসে এখন মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে চাপ দিচ্ছে ঐ সমাজকর্র্মীকে। মামলা তুলে না নিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দিচ্ছেন তারা সহ তাদের সাঙ্গ পাঙ্গরা। এদিকে স্বাক্ষী না দেওয়ার জন্য মামলার স্বাক্ষীদের বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখানো হচ্ছে।এতে ভীতসন্ত্রস্ত বকুল চন্দ্র ও মামলার ২ জন স্বাক্ষী জীবনের নিরাপত্তা চেয়ে বুধবার রাতে ঐ ৩ ইউপি সদস্য সহ ৬ জনের বিরুদ্ধে থানায় জিডি করেছেন। পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের সমাজকর্মী বকুল চন্দ্র রায় জানান, জাবরহাট ইউপি সদস্য আব্দুস সালাম, নির্মল চন্দ্র ও সংরক্ষিত আসনের সদস্য রাজবালা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্যানেটারী র্যাট্রিন ও টিউবওয়েল দেওয়া নামে তাদের এলাকার নিরীহ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়। তাদের এ কর্মকান্ডের প্রতিবাদ করেন বকুল চন্দ্র। এতে ক্ষিপ্ত হয়ে ঐ ৩ ইউপি সদস্য গত ১৬ এপ্রিল সকালে বকুলকে মারপিট করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। তাদের মারপিটে গুরুতর জখম বকুল পীরগঞ্জ হাসপাতালে ৩ দিন এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ১ দিন ভর্তি থেকে চিকিৎসা নেয়। এ ঘটনায় বকুল পীরগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরে দেনদরবার করার পর অবশেষে গত ২৪ এপ্রিল ঐ ৩ ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় মামলা হয়। এতে ক্ষিপ্ত হয় আরো ঐ ৩ ইউপি সদস্য। তারা কৌশলে আদালত থেকে জামিন নিয়ে এসে মামলার বাদী বকুল চন্দ্রকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে চাপ দিতে থাকে। মামলা তুলে না নিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ বকুলের। এদিকে স্বাক্ষী হরেন চন্দ্র এবং মালতি রানীকে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হচ্ছে স্বাক্ষ্য না দেওয়া জন্যে। এ বিষয়ে ইউপি সদস্য নির্মল চন্দ্র রায় অভিযোগ অস্বীকার করে বলেন, বকুলের সাথে তার দেখায় হয়নি। হুমকি- ধামকি তো দুরের কথা। পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান বলেন, হুমকি দেওয়া হচ্ছে এমন অভিযোগে জিডি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com