বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মনসুরুল আলম, হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে গত রাত ১০টায় ঢাকার বসুন্ধরা ছোট ছেলের বাসায় মৃত্যু বরণ করেন- ইন্নাল্লিাহে………রাজিউন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর। তিনি ১৯৪৪ সালে ১ ডিসেম্বর ঠাকুরগাও জেলার পীরগঞ্জ থানার মিত্রবাটি গ্রামে মৃত সমির উদ্দিন আহমেদের ওরশে মাতা সুখীজান নেছার গর্ভে জন্ম গ্রহন করেন। তিনি পরিবারের ৮ সন্তানের মধ্যে ৩য় সন্তান। ১৯৬৯ সালে তিনি তাহমিনা বেগমের সাথে সংসার জীবন শুরু করেন এবং ছাত্র জীবন থেকে তিনি প্রগতিশীল রাজনীতির সঙ্গে জড়িয়ে ১৯৭২ সালে এন এন কলেজ দিনাজপুর থেকে এইচএসসি পাশ করেন। ১৯৬৪ সালে কৃষক সমিতির সদস্য পদ লাভ করেন। ১৯৬৭ সালে দিনাজপুর জেলার ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক দায়িত্ব পান। মুক্তিযুদ্ধের সময় দেশকে শত্রæ মুক্ত করতে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি ১৯৬২ এবং ১৯৭৫ সালে কারাভোগ করেন। স্বাধীনতার পরবর্তী সময়ে ১৯৭২ সালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টিতে যোগদান করে পীরগঞ্জ উপজেলা পার্টির সাধারন সম্পাদকের দায়িত্ব গ্রহন করেন। পরবর্তীতে দল বিভক্ত হলে মুল দলের অংশে ১৪ জনের মধ্যে তিনি ১ জন ছিলেন। রাজনৈতিক শিক্ষা সফরে বুলগেরিয়া যান। তিনি দীর্ঘ সময় উপজেলা শাখা কমিউনিস্ট পার্টির সভাপতি পদে থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে রাষ্টীয় মর্যাদা ও জানাযা শেষে পীরডাঙ্গী কবরস্থানে দাফন করা হয়। প্রবীন রাজনীতিবিদের মৃত্যুতে শোক প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও অত্র এলাকার সকল স্তরের মানুষ ।
-আবু তারেক বাঁধনপীরগঞ্জ,ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com