রাবি প্রতিনিধি: কোটা পদ্ধতি বাতিলে প্রধানমন্ত্রীর ঘোষণা প্রজ্ঞাপন আকারে জারির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
রবিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে পুনরায় সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাবি শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদুল আদনান বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দেয়ার একমাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের দাবী আদায়ের জন্য রাজপথে থাকব।
তিনি আরও বলেন, চাকরি প্রতিযোগিতায় কোটাধারী বলে সুযোগ নেয়, কিন্তু যখন তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে বের হয় তখন কেনো বলে না কোটাধারী ডাক্তার, ইঞ্জিনিয়ার? কোটা কখনও সম্মানের মানদ- হতে পারে না। সম্মানের মানদ- অবশ্যই মেধা।
সমাবেশ থেকে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে যোগ দেয়ার কারণে চট্টগ্রামে আন্দোলনকারীর বাড়িতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এসময় আর কোনো আন্দোলনকারীর ওপর হামলা হলে ছাত্র সমাজ তার উপযুক্ত জবাব দেওয়ার হুশিয়ারি দেওয়া হয়। এর আগে গত ৯ মে একই দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com