সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ।
সোমবার কুয়াকাটায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এরশাদ বলেন, আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবার সব প্রস্তুতি নেয়া হয়েছে।
তবে বিএনপি এ নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত নেয় মনোনয়নের ক্ষেত্রে অনেকটা তার ওপর নির্ভর করছে।
ব্যক্তিগত সফরে হেলিকপ্টারযোগে সোমবার তিনি কুয়াকাটায় জাতীয় পার্টির চেয়ারম্যান। এসময় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার তার সঙ্গে ছিলেন।
কুয়াকাটা গ্র্যান্ড হোটেলের হেলিপ্যাডে সকাল সোয়া ১১টায় অবতরণের পর এইচএম এরশাদকে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরে কুয়াকাটা গ্র্যান্ড হোটেলে তিনি অবস্থান করেন।
মহিপুর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যক্তিগত সফরে এসেছেন।
তিনি কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন শেষে বিকালেই ঢাকায় ফিরে যাবেন।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com