প্রধানমন্ত্রী স্বর্ণপ্রদক পাচ্ছেন রাবি ও রুয়েটের ১২ শিক্ষার্থী

বৃহস্পতিবার, ০৭ জুন ২০১৮ | ৫:০৩ অপরাহ্ণ |

প্রধানমন্ত্রী স্বর্ণপ্রদক পাচ্ছেন রাবি ও রুয়েটের ১২ শিক্ষার্থী
ফাইল ছবি

রাবি প্রতিনিধি: প্রধানমন্ত্রী স্বর্ণপদক- ২০১৭ পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৯ জন ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৩ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মনোনীত শিক্ষার্থীদের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫৯ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়। এর মধ্যে রাবির ৮ জন ও অধিভুক্ত মেডিকেল কলেজের ১ জনসহ মোট ৯ শিক্ষার্থী এবং রুয়েটের ৩ শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়।


১২ শিক্ষাথীর মধ্যে রাবির শিক্ষার্থীরা হলেন- কলা অনুষদের আরবী বিভাগের ইসাছিন মো. আবুল ফুতুহ, আইন অনুষদের আইন বিভাগের নাজমুল হাসান, সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের রাশেদ আহমেদ, বিজ্ঞান অনুষদের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের তাসনিম জাহান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের আজমেরী সুলতানা শিমু, ব্যবসায় প্রশাসন অনুষদের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের মো. শাহা আলী, প্রকৌশল অনুষদের ম্যাটারিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মৌমিতা তাসনীম মীম, কৃষি অনুষদের ফিসারিজ বিভাগের আমিরুন নিসা, চিকিৎসা অনুষদ থেকে অধিভুক্ত মেডিকেল কলেজের শিক্ষার্থী মারভী।

রুয়েটের ৩ জন শিক্ষার্থী হলেন- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. গোলাম কিবরিয়া, ইলেক্ট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নাহিন উল সাদাদ, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেহেদী হাসান।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com