ফতুল্লায় অভিযান চালিয়ে বিলাসবহুল একটি ল্যান্ড ক্রূজার গাড়ি দিয়ে মাদক পাচার করার সময় পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, ৪৫ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে তাদের আটক করে পুলিশ। পরে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে পুলিশ এ তথ্য নিশ্চিত করে।
গ্রেপ্তারকৃতরা হলো ঢাকার রামপুরার বনশ্রী এলাকার শাহাবুদ্দিনের ছেলে সোহাগ খান, বন্দর উপজেলার মিনার বাড়ির রতনের বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলামের ছেলে ইউসুফ আলী, ফতুল্লার কুতুবআইলের মোবারক হোসেন কল্লোলের ছেলে রবিন, ফতুল্লার লামাপাড়া এলাকার বাবুলের ছেলে হাবিব (২২) ও ফতুল্লার শিবু মার্কেট এলাকার ফজলুল হকের ছেলে রাসেল।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় এসআই কামরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com