প্রিন্ট ফরিদপুর জেলার সদর উপজেলার বাইপাস সড়কের পাশে গুলিবিদ্ধ একটি লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। নিহতের নাম আজাদ খাঁ (৪৫)। তার বাড়ি পৌরসভার দক্ষিণ টেপাখোলা এলাকায়।
নিখোঁজের তিনদিন পর সোমবার বেলা সাড়ে ১০টার দিকে শহরের বাইপাস সড়কের আলালপুর নামক স্থান থেকে লাশটি উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে গ্রামের লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় লাশটি দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহতের আত্মীয় আব্দুর রাজ্জাক জানান, তিনদিন যাবত সে নিখোজঁ ছিলো। তাকে খুঁজে না পাওয়ার বিষয়টি পুলিশকেও জানানো হয়।
কোতয়ালী থানার এস,আই গফ্ফার জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের কোমরে লুঙ্গির ভাজের ভেতর হতে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com