রাবি প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুক থেকে ফেক আইডি দিয়ে সহপাঠী ও সিনিয়রসহ একাধিক ছাত্রীকে কুরূচিপূর্ণ ও আপত্তিকর বার্তা ও ভিডিও পাঠানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ৪৮০তম সিন্ডিকেট বৈঠকে অভিযুক্ত ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম একেএম নাজমুল হাসান চৌধুরী শিশির। সে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ফেজবুক থেকে ফেক আইডি দিয়ে আইন বিভাগের একাধিক ছাত্রীকে নানা কুরূচিপূর্ণ ও আপত্তিকর বার্তা ও ভিডিও পাঠানোর অভিযোগ ওঠে শিশিরের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২০ মার্চ শিশিরকে আটক করে পুলিশ। এ ঘটনায় শিক্ষার্থীরা মামলা না করায় পরদিন মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে। এরপর গত ২৫ মার্চ ভুক্তভোগী শিক্ষার্থীরা উত্যক্তের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় উপাচার্য, উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা, আইন অনুষদের ডিন ও বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন।
আইন বিভাগের সভাপতি অধ্যাপক মো. আবদুল হান্নান বলেন, আমি এখনও এ ব্যাপারে কিছু জানি না। তবে ভুক্তভোগীরা যে অভিযোগ দিয়েছিল তা খতিয়ে দেখতে বিভাগ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটিকে দেয়া হয়।
বিভাগের সাবেক সভাপতি আবু নাসের মো. ওয়াহিদ বলেন, বিভাগ থেকে অভিযোগ তদন্ত করতে একটি কমিটি করা হয়েছিল। প্রতিবেদনে স্পর্শকাতর ও আপত্তিজনক তথ্য থাকায় তদন্ত কমিটির সদস্যরা একাডেমিক মিটিংয়ে প্রতিবেদন উম্মোচন না করতে অনুরোধ করে। পরে আমরা সেই প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটিকে দিয়ে দেই।
উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সে কমিটির প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়। সব তথ্য প্রমাণের ভিত্তিতে আজ তাকে সিন্ডিকেট মিটিংয়ে বহিষ্কার করা হয়।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com