রাজশাহী প্রতিনিধি: তিন মাসের বকেয়া বেতনের দাবিতে রাজশাহী নগর ভবনে বিক্ষোভ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) কর্মচারীরা। সোমবার বেলা ১১টায় রাসিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বকেয়া বেতনের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি পালনের সময় সংগঠনের সভাপতি দুলাল হোসেন ও সাধারণ সম্পাদক আজমেরী আহম্মেদ মামুন বলেন, ৪০ লাখ টাকা বকেয়া পাওনা আদায়সহ ১১ দফা দাবিতে গত বছরের ৯ জুলাই নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করা হয়েছিল। এরপর দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়। কিন্তু সব দাবি পূরণ না হতেই আবারও ৩ মাসের বেতন বকেয়া পড়ে যায়। যে কারণে তারা নগর ভবনে বিক্ষোভ করেছেন।
তারা বলেন, সামনে ঈদ। এর মধ্যে যদি কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ না করা হয়, তবে সব আনন্দ মলিন হয়ে যাবে। তাই আবারও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে তাদের পুরনো দাবি আদায়ে সোচ্চার হচ্ছেন।
দাবি আদায় না হলে ঈদের পর লাগাতার কর্মসূচি পালন করা হবে বলেও জানান রাসিক শ্রমিক ইউনিয়নের নেতারা।
১১ দফা দাবির মধ্যে রয়েছে- দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী মজুরি বৃদ্ধি, স্থায়ী কর্মচারীদের জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া, স্থায়ী কর্মচারীদের গৃহ নির্মাণের ব্যাংক লোনের ব্যবস্থা, মৃত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের পোষ্যদের চাকরি দেওয়া, মৃত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের অবসরকালীন ভাতা সম্পূর্ণ দেওয়া, স্থায়ী কর্মচারীদের বদলি, শোকজ ও সাসপেন্ড বন্ধ এবং বরখাস্তকৃতদের চাকরিতে পুনর্বহাল, সাংগঠনিক কাঠামো সংশোধন করে নিয়োগের ব্যবস্থা, মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ী, কল্যাণ তহবিল বাস্তবায়নে চূড়ান্ত অনুমোদন এবং স্থায়ী কর্মচারীদের পোশাক, জুতা ও ছাতা সব বকেয়া পাওনা পরিশোধ করতে হবে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com