সংবাদ গ্যালারি ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আটজন। আজ বুধবার সকাল ৯টার দিকে বগুড়া-নাটোর সড়কে উপজেলার পারতেকুর কৃষি কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়ছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত হতাহতদের মধ্যে দুজন নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। এরা হলেন বগুড়া সদরের কুকরুল দক্ষিণপাড়ার আব্দুল হামিদের ছেলে আরিফুল ইসলাম সুমন (৩২) ও নন্দিগ্রাম উপজেলার নিমগ্রাম পূর্বপাড়ার আনোয়ার হোসেনের ছেলে মোকলেছার রহমান (৫২)।
পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি আটক করেছে। শাজাহানপুর থানার এসআই মাসুদ রানা বলেন, সকাল ৯টার দিকে বগুড়া-নাটোর সড়কের উপজেলার পারতেকুর কৃষি কলেজের সামনে বগুড়াগামী মিনি ট্রাক (বগুড়া-ড-১৪-৬৩৪৯) এবং বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার (বগুড়া-ছ-১১-০৩৪৪) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান। তাৎক্ষণিকভাবে বাকি হতাহতদের পরিচয় জানা যায়নি।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com