বগুড়ার নন্দীগ্রামে ৫০টি ধারালো হাসুয়াসহ কাঞ্চন চন্দ্র মোহন্ত (৩২) নামের এক কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কল্যাণনগর গ্রামের দিপেন্দ্র নাথ মোহন্তের ছেলে। পেশায় কর্মকার। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
পুলিশ জানায়, পুলিশের কাছে খবর ছিলো কর্মকার কাঞ্চন মোহন্ত দীর্ঘ দিন যাবত দেশীয় ধারালো অস্ত্র তৈরি করে সন্ত্রাসীদের কাছে বিক্রি করতো। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার (২৫ জুন) বিকেলে সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেনের নির্দেশনায় এসআই ইনামুল ইসলাম, আনিছুর রহমান, চান মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে কাঞ্চন চন্দ্র কে গ্রেফতার করে। এরপর রাতে কাঞ্চনকে নিয়ে তার বাড়ীতে অভিযান চালিয়ে ৫০ টি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৬ জুন) দুপুরে নন্দীগ্রাম সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারি পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, এত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র কার জন্য তৈরি করা হয়েছিল সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গ্রেফতারকৃত কাঞ্চন এখনো মুখ খোলেনি।
জিজ্ঞাসাবেদর জন্য বিজ্ঞ আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হচ্ছে। রিমান্ডে জিজ্ঞাসাদে সঠিক তথ্য বেরিয়ে আসবে বলে তিনি মন্তব্য করেন। এ বিষয়ে নন্দীগ্রাম থানায় মামলা হয়েছে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com