নারায়ণগঞ্জ জেলা কারাগারের অভ্যন্তরে গার্মেন্টস এ ২ শিফটে ৩ শ’ বন্দী কাজ করবেন।এছাড়াও জামদানি শিল্পে জড়িত রয়েছেন ৫০ জন।
বুধবার ( ২৭ ডিসেম্বর) রিজিলিয়ান্স’ নামের এ কারখানা উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
একই সাথে ৬ তলা বিশিষ্ট বন্দি ভবন এবং ৬ তলা বিশিষ্ট সেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের জন্য নব নির্মিত এ নিটিং গার্মেন্টস কারখানায় কাটিং থেকে শুরু করে সুইং এমনকি ফিনিশিংয়ের কাজও হবে।
দেশের অন্য দু’টি কারাগারে স্বল্প পরিসরে প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও এ প্রথম পূর্নাঙ্গ গার্মেন্ট কারখানা হচ্ছে।
ব্যবস্থাপনায় কারা কর্তৃপক্ষ থাকলেও এখানে বন্দিরা শ্রমিক ও সুপারভাইজার হিসেবে কাজ করবেন।
তবে অনেক বন্দি আগে থেকেই কাজ জানেন। মেট্রো গার্মেন্ট কর্তৃপক্ষ এ বিষয়ে তাদের সহযোগীতা করছেন।
আগে থেকেই হস্তশিল্পের কাজ করতেন বন্দিরা। তাদের তৈরী বিছানার চাদর, বালিশের কভার, টিস্যু বক্স ব্যবহার হয় কারাগারেও।
তবে গার্মেন্টস কারখানা হওয়ায় বন্দিরা খুব খুশী। এখানে কাজ করে সেই আয় দিয়ে নিজের চাহিদা যেমন মেটানো যাবে তেমনি বাড়িতেও টাকা পাঠানো যাবে।
কোন কোন বন্দিও ইতিমধ্যে পরিবারের কাছে এই সু-খবর জানিয়ে দিয়েছেন।
‘বন্দির হাত কর্মিতে রূপান্তর’ স্লোগানে সরকারের নেয়া এই প্রকল্পে সমাজসেবা অধিদপ্তরও এগিয়ে এসেছেন।
উদ্যোগ ও পরিকল্পনায় আছেন নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট রাব্বী মিয়া।
এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার সুভাষ কুমার ঘোষ জানান, এখানে বন্দি থাকলেও তারাতো সমাজেরই মানুষ। উন্নয়নের সাথে তাদের সম্পৃক্ত করাই বর্তমান সরকারের উদ্দেশ্য।
তিনি জানান, কারাগার মানেই খারাপ এমন ধারণা এখন পাল্টে গেছে। এখানে বন্দিরা সংশোধন হতে পারেন। তারা পরিবার থেকে দূরে থাকায় তাদের জন্য খেলাধুলাসহ নানা রকম বিনোদনের আয়োজন করা হয়।
সুভাষ ঘোষ আরও জানান, তারা যেনো সমাজে ফিরে গিয়ে আর কোনো মন্দ কাজে জড়িত না হয়, এজন্য কারা কর্তৃপক্ষ সব চেষ্টা করেন।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com