বাংলা নববর্ষ বরণে বরিশাল নগরে এবার তিন ভাগে পালিত হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। চারুকলা, উদীচী ও বরিশাল নাটক এবং জেলা প্রশাসন পৃথক ভাবে এ মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে।
সংস্কৃতিপ্রেমীরা জানান, নব্বইয়ের দশকে নগরে বর্ণাঢ্য আয়োজনে একটি মাত্র মঙ্গল শোভাযাত্রা হতো। কিন্তু নানা মতপার্থক্যে মঙ্গল শোভাযাত্রায় বিভক্তি ঘটে।
২০১৬ সালে সংস্কৃতজন এস এম ইকবাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি থাকাকালে পয়লা বৈশাখে একটি মাত্র মঙ্গল শোভাযাত্রা করার উদ্যোগ নেন। কিন্তু তা সফলতার মুখ দেখেনি। এস এম ইকবাল বলেন, ‘বিএম স্কুল থেকে শোভাযাত্রা শুরু হয়ে বরিশাল কলেজে শেষ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু চারুকলা তা মানল না। বরিশাল থিয়েটারের সভাপতি শুভংকর চক্রবর্তী জানান, একাধিকবার বসা হলেও সমঝোতা হয়নি।
বরিশাল চারুকলার সংগঠক সুভাস দাস নিতাই বলেন, ‘চার-পাঁচ বছর আগে সমন্বয় পরিষদ উদ্যোগ নিয়েছিল সমঝোতা করার। নগরে একটা মঙ্গল শোভাযাত্রা হোক, এটা অনেকেই চেয়ে ছিলেন। শর্ত সাপেক্ষে আমরাও চেয়ে ছিলাম। চারুকলাই মঙ্গল শোভাযাত্রা করত। উদীচী করত বৈশাখী মেলা। কিন্তু উদীচী ও বরিশাল নাটক বহুজাতিক কোম্পানির সহায়তায় মঙ্গল শোভাযাত্রা শুরু করে। মূলত এর জন্যই আলাদাভাবে হচ্ছে শোভাযাত্রা।
তবে বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষ বলেন, সম্মিলিত ভাবে মঙ্গল শোভাযাত্রা হওয়া উচিত এটাই সমন্বয় পরিষদ চেয়েছে। কিন্তু মতানৈক্যের কারণে ওটা হওয়ার নয়।
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল বলেন, মূলত নব্বইয়ের দশক থেকে মঙ্গল শোভাযাত্রা উদীচীর অর্থায়নে চারুকলার মাধ্যমে শুরু হয়। পরে চারুকলা একক ভাবেই করে।
বরিশাল চারুকলার আয়োজকদের তথ্যমতে, পয়লা বৈশাখে মঙ্গল সংগীতের পর শিশুদের হাতে রাখি পরিয়ে বৈশাখ উৎসবের সূচনা হবে। বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার পর শুরু হবে মঙ্গল শোভাযাত্রা। উদীচী ও বরিশাল নাটকের উদ্যোগে সকাল ৯টায় নগরে বের হবে মঙ্গল শোভাযাত্রা।
এদিকে নববর্ষকে বরণ করতে বরিশাল জেলা প্রশাসনও সকাল সাড়ে ৮ টায় বঙ্গবন্ধু উদ্যান থেকে বরিশাল সার্কিট হাউস পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা বের করে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com