সংবাদ গ্যালারি ডেস্ক: আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। অপরদিকে দেশের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে গঠন করা হয়েছে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন একটি দল, যার মূল উদ্যোক্তা ড. কামাল হোসেন। নির্বাচনকে সামনে রেখে তিনিও দিচ্ছেন নানান রকম মতামত এবং নিচ্ছেন নানা রকম সিদ্ধান্ত।
নতুন দল হিসেবে পুরাতন জনসমর্থন পূর্ণ বড় দলের সাথে নির্বাচনী লড়াইয়ে টিকে না থাকার সম্ভাবনা দেখে তিনি বিএনপির সঙ্গে যুক্ত হওয়ার মত প্রকাশ করেন। কিন্তু এতে আবার জুড়ে দেন বিশেষ শর্ত। এই ক্ষেত্রে বিএনপির জামায়াতকে ত্যাগ করতে হবে। এমনকি তিনি বিএনপির সাথে তাল মিলিয়ে বলেছিলেন যে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন নয়।
অবশেষে তিনি সুর পাল্টালেন। তিনি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি এটাও বলেন যে, তাদের নবগঠিত জোটের শরীকদের সাথে এ ব্যাপারে কোন কথা হয়নি। এটি শুধুই তার দলের অবস্থান। নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনকারি বিএনপি যখন এই ঐক্য প্রক্রিয়ায় যোগ দিয়েছে, তখন বর্তমান সাংবিধানিক কাঠামো এবং ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে নীতিগতভাবে রাজি ড. কামাল।
এখন শুধু অপেক্ষা নির্বাচনের আগ পর্যন্ত ড. কামাল আর কোনো সিদ্ধান্ত পরিবর্তন করবেন কি না।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com