বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ভাষাসৈনিক মরহুম দবিরুল ইসলামের ৫৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার তার ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামে পারিবারিকভাবে দিনব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও জেলা শাখা ও বালিয়াডাঙ্গীসহ পাশ্ববর্তী উপজেলার আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শোক দিবস কর্মসূচীতে অংশ গ্রহণ করবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল হতে দিনব্যাপী প্রবিত্র কোরআন তালাওয়াত, দুপুর ১২টায় মরহুমের কবর জিয়ারত, মিলাদ মাহফিল, স্বরণ সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত শোক দিবস স্বরণ সভা ও মিলাদ মাহফিলে আমন্ত্রিত অতিথিদের উপস্থিত হওয়ার জন্য পারিবারিকভাবে আহব্বান জানিয়েছেন।
উল্লেখ্য যে, ১৯৪৮ সালের ৪জানুয়ারী বিকেলে তৎকালীন ফজলুল হক মিলনায়তনে এক ছাত্র কর্মী সভায় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেনী কলেজের রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক নাজমুল করিম। সভায় নইমুদ্দীনকে আহবায়ক করে ১৪ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠিত হয়। এ আহবায়ক কমিটিতে বৃহত্তর ফরিদপুরের দায়িত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর বৃহত্তর দিনাজপুরের দায়িত্বে ছিলেন দবিরুল ইসলাম।
পরবর্তিতে ১৯৪৯ সালের সেপ্টেম্বর মাসে ঢাকায় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের প্রথম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এই কাউন্সিলে দবিরুল ইসলামকে সভাপতি ও খালেক নেওয়াজ খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। তাঁরা ১৯৪৯সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভাষাসৈনিক মরহুম এ্যাড. দদিরুল ইসলাম ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামে জন্ম গ্রহন করেন
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com