আগামি ২৪ জানুয়ারি থেকে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের প্রথম রাউন্ডের খেলা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা, নোয়াখালী জেলা ফুটবল এসোসিয়েশন সহযোগিতায় প্রিমিয়ার ফুটবলীগের ১৩টি দলের প্রথম রাউন্ডের ২৬টি খেলা শহীদ ভুলু স্টেডিয়াম ভেন্যুতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
রোববার (২০ জানুয়ারী) দুপুরে এ উপলক্ষে প্রেস কনফারেন্সের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এসময় আয়োজকরা জানান, নোয়াখালী সহ দেশের ৬টি ভেন্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লীগের খেলা অনুষ্ঠিত হবে। নোফেল স্পোর্টিং ক্লাব ও টিম বিজেএমসি’র হোম ভেন্যু নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম। নোয়াখালীতে প্রথম রাউন্ডের লীগ পর্বের ২৬টি খেলায় অংশ নেবে ১৩টি দল। খেলা প্রতিদিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। খেলার প্রবশে মূল্য ধরা হয়েছে সাধারণ আসন ২০টাকা, ভিআাইপি আসন ৫০টাকা।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী ফুটবল এসেসিয়েশনের সভাপতি সামছুল হাসান মিরন সহ জেলার বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com