ভারতীয় কোস্টগার্ড পূর্ব রিজিওনের রিজিওনাল কমান্ডার ইন্সপেক্টর জেনারেল রাজেন বারগোত্রা দুই সফরসঙ্গীসহ বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সঙ্গে দ্বিপক্ষীয় রিজিওনাল/জোনাল কমান্ডার পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের জন্য সোমবার বাংলাদেশে আসেন। বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যে ২০১৫ সালে সহযোগিতা সংক্রান্ত স্বাক্ষরিত এমওইউ অনুযায়ী প্রথমবারের মতো বুধবার বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে উপমহাপরিচালক কমোডর মীর ইমদাদুল হক পরিচালক (অপারেশন্স), পশ্চিম জোনের জোনাল কমান্ডার ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বৈঠকে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী উপকূলীয় ও সমুদ্র এলাকায় মৎস্য আহরণের জন্য জেলেদের দ্বারা অনিচ্ছাকৃতভাবে পরস্পরের সমুদ্রসীমা অতিক্রমকারী জেলেদের হস্তান্তর/ফেরত প্রদান, অবৈধভাবে পারস্পরিক সমুদ্রসীমা অতিক্রম করে মৎস্য আহরণ প্রতিরোধ, সমুদ্র ও উপকূলবর্তী এলাকায় সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান, দুই বাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক উন্নত প্রশিক্ষণ সহযোগিতা প্রদান এবং বঙ্গোপসাগরে পরিবেশদূষণ বন্ধে দুই দেশের পারস্পরিক সহযোগিতা করার ব্যাপারে আলোচনা করা হয়।
দুই দেশের জলসীমায় অপরাধ দমনে ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে এ বৈঠক অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। বৈঠক শেষে সফরকারী ভারতীয় কোস্টগার্ডের রিজিওনাল কমান্ডার বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদর দপ্তরে মহাপরিচালকের সঙ্গে আলোচনা ও সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। উল্লেখ্য, এর আগে আগস্ট ২০১৭ সালে ভারতের কলকাতায় দুই দেশের কোস্টগার্ডের মধ্যকার এ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সূত্র: alokitobangladesh
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com