বাংলাবান্ধার ফুলবাড়ী সীমান্তের জিরো লাইনে জয়েন্ট রিট্রিট উদ্বোধন

শনিবার, ২৮ এপ্রিল ২০১৮ | ১২:২১ অপরাহ্ণ |

বাংলাবান্ধার ফুলবাড়ী সীমান্তের জিরো লাইনে জয়েন্ট রিট্রিট উদ্বোধন
ছবি: জয়েন্ট রিট্রিট উদ্বোধন

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দরের জিরো লাইনে জয়েন্ট রিট্রিট উদ্বোধন হয়েছে । বিজিবি-বিএসএফ এর যৌথ আয়োজনে শুক্রবার বিকেলে বিএসএফ এর মহাপরিচালক কিষান কুমার শর্মা এবং বর্ডারগার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল সাফিনূর ইসলাম রিট্রিট উদ্বোধন করেন। দুই দেশের জনগনের মধ্যে ভাতৃত্ব বোধের সম্প্রসারন, পর্যটন সৌন্দর্যকে তুলে ধরার পাশাপাশি দুই সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এই রিট্রিট শ্রিমনি আনুষ্ঠানিক ভাবে শুরু হলো। দুই বাহীনীর সর্বোচ্চ পর্যায়ের ঐ দুই কর্মকর্তার দুই মহাপরিচালক জয়েন্ট রিট্রিট এর মোড়ক উম্মোচন, বেলুন উড়ানোর, স্ব স্ব জাতীয় পতাকা নামানোর মাধ্যমে এই রিট্রিট উদ্বোধন করা হয় এবং স্মারক চিহ্ণ বিনিময় করা হয়। উদ্বোধন শেষে দুই বাহিনীর যৌথ অংশ গ্রহণে মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শন করা হয়।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অংশগ্রহণে প্রতিদিন ভারত-বাংলাদেশের পতাকা নামানোর আগে দৃষ্টিনন্দন যৌথ মহড়া অনুষ্ঠিত হবে । ঢাকার পিলখানায় বিজিবি-বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষে আজ দুই মহাপরিচালক বাংলাবান্ধায় এই জয়েন্ট রিট্রিট উদ্বোধন করলেন । এসময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, পঞ্চগড় জেলা প্রশাসক জহিরুল ইসলাম, শিলিগুড়ি বিএস এফ এর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি ড. রাজেশ মিশরা উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএসএফ এর শিলিগুড়ি অঞ্চলের ডিআইজি অজিত কুমার,নোডাল অফিসার অম্বির সিং, ৫১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার কে এম উমেষ, বর্ডার গার্ড বাংলাদেশের ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার ল্যা: কর্ণেল শামসুল আরেফিন, ১৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ল্যা: কর্ণেল আল হাকিম মোহাম্মদ নওশাদ। এছাড়াও দুই দেশের বিভিন্ন পর্যায়ের সরকারি বেসকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com