রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবায় বারনই নদীতে ডুবে রাবেয়া (৫০) নামে এক নিখোঁজ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। রাবেয়া কালুপাড়া এলাকার হেফাজের স্ত্রী। তিনি মানসিক প্রতিবন্ধী বলে জানায় স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদী পার হয়ে রাবেয়া আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার দুপুরে বাড়ি ফিরে আসার সময় রাবেয়া নৌকায় উঠার সময় নদীতে লাফ দেয় ও তলিয়ে যায়। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করে তাকে খুঁজে না পেয়ে দমকল বিভাগকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে দমকল বিভাগের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন। সন্ধ্যা পর্যন্ত তাকে খোঁজা হয়। কিন্তু না পাওয়ায় সন্ধ্যার পরে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।
রাজশাহী দমকল সদর দপ্তর বিভাগের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, বুধবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু করা হয়। দুপুরের দিকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com